সংবাদ বিজ্ঞপ্তি:
ভেটেরিনারি শিক্ষা, পেশা ও সেবার মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান (Statutory Body)। ইহা দি বাংলাদেশ ভেটেরিনারি প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮২ (১৯৮৬ সালের ১নং আইন) এর মাধ্যমে প্রতিষ্ঠিত। এ পেশাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্যে বিগত ১০ জুলাই, ২০১৯ তারিখে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ জারি করা হয়। গুণগত মান সম্পন্ন ভেটেরিনারি পেশা এবং শিক্ষার মান নিশ্চিত করাসহ জনস্বার্থে প্রাণিসম্পদ রক্ষা করা ও প্রাণি চিকিৎসকদের আইনগত অধিকার সুরক্ষিত করা বিভিসি-র প্রধান লক্ষ্য। দেশের ভেটেরিনারিয়ানরা যেন আইনগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা অবলম্বন করে সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সে লক্ষ্যেই কাজ করছে বিভিসি।
দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ এর ধারা ৭ (জ) মোতাবেক ভেটেরিনারি প্রাকটিশনারদের দক্ষতা বৃদ্ধির বধান রয়েছে। বিগত ২০১৭-১৮ অর্থ বছর থেকে ২০২১-২২ অর্থ বছর এ পর্যন্ত ১১০০ শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় গত ৩১ শে আগস্ট ২০২২ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের নব নির্মিত ভবনে বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০২২-২৩ অর্থ বছরের ইন্টার্ন ছাত্র-ছাত্রীদের নিয়ে “আইনগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা” প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলো বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল (বিভিসি)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিলেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডা. মো. মনজুর কাদির।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ স‚চনা হয়। সনাতন ধর্মের গীতা থেকেও পাঠ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে ভেটেরিনারি কাউন্সিল (BVC) এর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাস। তিনি উপস্থিত অতিথিবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে যে বিষয়গুলো তুলে ধরেন “কোড অব ভেটেরিনারি ইথিক্স” ভিশন, মিশন, প্রধান কার্যাবলি, নিবন্ধিত ভেটেনারিয়ানদের কর্মক্ষেত্র সহ প্রশিক্ষণের বিষয়ে নানা তথ্য উপাত্ত তুলে ধরেন।
ইন্টার্ন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. সাইফুর রহমান আশিক এবং সাদিয়া ইসলাম সিনজা তাদের দাবিসমূহ ছিল ভেটেরিনারি পেশাকে ইর্মাজেন্সি করা, ইউনিয়ন পর্যায়ে ভেটেরিনারি কমিউনিটি ক্লিনিক এবং সকল বিশ^বিদ্যালয়ে ভেটেরিনারির একই ডিগ্রি প্রদান।
এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ.টি.এম. মোস্তফা কামাল। তিনি ভেটেরিনারি শিক্ষায় সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চমৎকার দিক নির্দেশনাম‚লক আলোচনা করেন।
এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। তিনি সকল ইন্টার্ন ছাত্র-ছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সাথে পরিচিত হোন। তিনি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা এবং আইনগত নৈতিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন এবং অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেন।
sadgddddddddsdajasdgjsa
Read more