Pusty Tattho International Desk:
One Health Poultry Hub এর ৩ দিন ব্যাপী বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন এ অনুষ্ঠিত হয়। বিগত ২৫ অক্টোবর, ২০২২ তারিখে শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলে।
United Kingdom Research & Innovation (UKRI) প্রোগ্রামের অর্থায়নে এবং Global Challenges Research Fund (GCRF) এর উদ্যোগে One Health Poultry Hub এর National Coordinator প্রফেসর মো. আহাসানুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
সম্মেলনে বিশেষ অতিথির রক্তব্য রাখেন প্রফেসর গৌতম বুদ্ধ দাস, ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি, প্রফেসর আবুল বাশার মো. খুরশিদ আলম, মহা পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, মহা পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর, ডা. এস এম জাহাঙ্গির হোসেন, মহা পরিচালক, বিএলআরআই, Mr. Matt Cannell, Development Director, British High Commision in Dhaka, Prof. Fiona Tomley, Principal Investigator & Director, One Health Poultry Hub, প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটি।
সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান, চীন, ভিয়েতনাম, ভারত, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাকিস্তান সহ আরো কয়েকটি দেশের বিশেষজ্ঞ পর্যায়ের প্রফেসর, গবেষকগণ জুনোটিক রোগ সংক্রমণ, এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, নিরাপদ এবং হাইজেনিক খাবার সংক্রান্ত অনেকগুলো গবেষনামূলক পেপার উপস্থাপন করেন।
সম্মেলনে প্রধান অতিথি বলেন- দেশ বিদেশে আমরা প্রশিক্ষনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করি তা কাজে লাগাই না। এ ক্ষেত্রে আমরা ব্যর্থতার পরিচয় দেই। আমাদেরকে নিয়মিত গবেষনা চালিয়ে যেতে হবে। গবেষনার মাধ্যমে বিজ্ঞান ও যোগাযোগে পরিবর্তন আনতে হবে। কঠোর পরিশ্রম করে ভিশন ওয়ান হেলথ উদ্যোগকে সফল করতে এগিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ আমি বিশ^াস করি আমাদের ঔষধ ও ঔষধ সুরক্ষা কার্যক্রম সংরক্ষিত হওয়া উচিত। আমাদের উপর সাধারণ নাগরিকদের যে নির্ভরশীলতা রয়েছে তার আস্থা নষ্ট না করা। সুস্বাস্থ্যের জন্য আমাদের পরিবেশকে রক্ষা করা এবং দূষণমুক্ত করা। আমাদের দরকার মানসম্পন্ন পুষ্টি, নিরাপদ এবং হাইজেনিক খাবার। আমি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লবকে আর্শিবাদ জানাই। বিভিন্ন গষেনায় উঠে এসছে যে ৭০% এরও বেশি রোগ পশু-পাখি থেকে সংক্রমিত হয়ে মানব শরীরে প্রবেশ করে। ঔষধে যেহেতু এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হচ্ছে, সেহেতু আমাদেরকে উন্নত জীবন যাপনের জন্যে আইন শৃংলার দিক থেকে আরো কঠিন হতে হবে।
One Health Poultry Hub কি ও কেন?United Kingdom Research & Innovation (UKRI) এবং Global Challenges Research Fund (GCRF) One Health Poultry Hub একটি আন্তর্জাতিক গবেষনা সংস্থা। হাবের কাজ হচ্ছে-তাদের কার্যক্রমভুক্ত দেশগুলোতে পোলট্রি বিষয়ক জনস্বাস্থ্যের ঝুঁকি হ্রাস করা। পোলট্রি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।
এ বার্ষিক সম্মেলন বাস্তবায়নে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটির সাথে রয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলজি, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা, প্রাণিসম্পদ অধিদপ্তর, বিএলআরআই। এ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য হচ্ছে গবেষনা কার্যক্রম পরিচালনা, গবেষনার অগ্রগতি নিয়ে আলোচনা করা, গবেষনা লব্ধ জ্ঞান নিয়ে ভবিষ্যতের কর্মসূচি প্রণয়ন, হাবের গবেষকদের সক্ষমতা বৃদ্ধি করা এবং হাবের সামগ্রীক কার্যক্রম মূল্যায়ন।