সংবাদ বিজ্ঞপ্তি:
WVPA-ASIA Meeting 2022 উপলক্ষে MSD AH এর Global Technical Team বাংলাদেশ পরিদর্শনে আসে। সপ্তাহব্যাপি পরিদর্শন কালে বাংলাদেশে MSD AH এর Exclusive Distributor, Bengal Overseas Ltd এর অফিস পরিদর্শন করেন। সফরকালে কাস্টমার সার্ভিস এর অংশ হিসেবে পোলট্রি শিল্পের বিভিন্ন ব্রীডার ফার্ম ও হ্যাচারী কর্পোরেট অফিস গুলো পরিদর্শন করেন।
এই সফরের সময় MSD AH কর্তৃক বিগত ২১ শে অক্টোবর গুলশান-১ এ অবস্থিত All Cummunity Club Ltd এ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এ বেঙ্গল ওভারসীজ লি. এর সকল সেলস, মাকেটিং ও টেকনিক্যাল টিম এর সকল অফিসারগণ অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় মূল Trainer হিসেবে MSD AH Gi Associate Director, Global Poultry Dr. Seung Hwan (SA), Jung প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া Dr. Bichitra Berman, Sr. Manager, Veterinary Service এবং Dr. Ripon Kumar Paul, Sr. Manager, MSD AH উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন বেঙ্গল ওভারসীজ লি. এর মার্কেটিং ম্যানেজার ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালা শেষে সমাপনি বক্তব্য রাখেন বেঙ্গল ওভারসীজ লি. এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আলমগীর। সমাপনি বক্তব্যে তিনি বেঙ্গল ওভারসীজ লিমিটেড এর Sales and Technical Service Team কে দিনব্যাপি প্রশিক্ষণ প্রদানের জন্য MSD AH এর Global Technical Team এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম আরো আয়োজন করা হয় সে প্রত্যাশা ব্যক্ত করেন।
কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গবাদি পশু আবহমান কাল থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। “আমার...
Read more