সংবাদ বিজ্ঞপ্তি:
বিগত ২০ জুলাই, ২০২২ সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর উদ্যোগে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার খলসিবুরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো পোলট্রি খামারীদের নিয়ে ‘পোলট্রি খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার’। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর পক্ষ থেকে মো. জিল্লুর রহমান (রিজিওনাল সেল্স ম্যানেজার, খুলনা), ডা. কাজী মো. সাইফ (প্রোডাক্ট এক্সিকিউটিভ), মো. জিয়াউর রহমান (সিনিয়র মার্কেটিং অফিসার) মো. সাব্বির হোসেন (মার্কেটিং অফিসার); আরও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত খামারীবৃন্দ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। অত:পর মো. জিল্লুর রহমান সবাইকে স্বাগত জানান এবং কোম্পানী প্রোফাইল তুলে ধরেন। তিনি বলেন পোলট্রি সেক্টর বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। খামারী ভাইয়েরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে সে অনুযায়ী তিনি খামারী ভাইদের লাভবান হতে হলে সঠিক খামার ব্যবস্থাপনার পাশাপাশি মানসম্মত ঔষধ ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। সেইদিকে লক্ষ্য রেখে সেঞ্চুরী এগ্রো লিমিটেড মানসম্মত ঔষধ ও উন্নত সেবা নিয়ে আপনাদের পাশে সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশা প্রকাশ করেন।
এরপর টেকনিক্যাল সেশন পর্বে ডা. কাজী মো. সাইফ সবাইকে স্বাগত জানান এবং তার প্রেজেন্টেশনে পোলট্রি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার পাশাপাশি তিনি সেঞ্চুরী এগ্রো লিমিটেড এর বেশ কয়েকটি প্রোডাক্ট্রের ব্যবহার নিয়ে বিশেষ দৃষ্টি আর্কষন করেন। তিনি ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক ব্যবস্থাপনার পাশপাশি নিরাপদ গ্রোথ প্রোমোটার G-Plus ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। এতে থাকা এমাইনো এসিড, মিনারেল, এনজাইম, প্রোবায়োটিক পোলট্রির পরিপাকতন্ত্রের পরিবেশ উন্নত করার সাথে সাথে খাদ্যের সর্বোচ্চ হজম ও পুষ্টি শোষণ নিশ্চিত করে যা ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধির জন্য গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে। সবশেষে খামারে রক্ত আমাশয়ের প্রকোপ হ্রাসে কক্সিডিয়ার উসিস্ট ধ্বংসকারী কার্যকর কক্সিডিয়াল জীবাণুণাশক এর গুরুত্ব এবং তা খামারে ব্যবহার পদ্ধতি তুলে ধরেন।
সেমিনারের শেষের দিকে খামারীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী খামারীদের মাঝে পুরস্কার বিতরন করেন মো. জিল্লুর রহমান । পরিশেষে, একটি সুন্দর আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি ঘটে।
প্রকৌশলী সাদিয়া হোসেন হৃদি-র বিয়ে অনুষ্ঠিত
বাংলাদেশের প্রাণিসম্পদ সেক্টরে প্রাণির স্বাস্থ্য সেবা খাতের ঔষধ বিক্রয় ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম সেরা প্রতিষ্ঠান বায়ো কেয়ার এগ্রো লি.।...
Read more