পুষ্টিতথ্য নিউজ ডেস্ক:
প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা ও চিকিৎসায় গুনগত মানসম্পন্ন এনিম্যাল হেলথ্ পণ্য ব্যবহার করা প্রয়োজন। সে লক্ষে প্রাণি চিকিৎসকদের সঠিক পরামর্শ দিতে হবে। দেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে সরকারী-বেসরকারী সকল পর্যায়ে ভেটেরিনারিয়ানরা তাদের স্বস্ব কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ এবং মাঠ পর্যায়ে খামারীদের মাঝে সেবা প্রদানের মাধ্যমে দেশের ভেটেরিনারিয়ানরা আরো অনেক দায়িত্ব পালন করতে পারেন।
বিগত ৬ সেপ্টেম্বর ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নিয়ে আয়োজিত এক সায়েন্টিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চযধৎসধ ্ ঋরৎস এর জেনারেল ম্যানেজার ডা. তাপস কুমার ঘোষ এসব কথা বলেন।
সেমিনারে ডা. মোজাদদীদ আলফে সানি উপস্থিত ভেটেরিনারিয়ানদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমান ফিল্ড প্র্যাকটিস, মানসম্মত প্রোডাক্ট প্রেসক্রিপশন ও কোম্পানির প্রোডাক্ট পরিচিতি নিয়ে আলোচনা করেন। এরপর কোম্পানির এসিসট্যান্ট সেলস ম্যনাজার ফজলুল হক কোম্পানির প্রোডাক্টের গুনগতমান, কার্যকারিতা নিয়ে কথা বলেন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর মার্কেটিং অফিসার ও ভেটেরিনারিয়ানবৃন্দ।
প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃিদ্ধ ও প্রাণিবীমা স¤প্রসারণে চতুর্থ শিল্প বিপ্লব ভ‚মিকা শীর্ষক সেমিনার
সংবাদ বিজ্ঞতি: বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি, বেকার সমস্যার সমাধান ও আত্ম কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, কৃষি জমির উর্বরতা বৃদ্ধি,...
Read more