পুষ্টিতথ্য নিউজ ডেস্ক:
প্রাণিস্বাস্থ্যের সুরক্ষা ও চিকিৎসায় গুনগত মানসম্পন্ন এনিম্যাল হেলথ্ পণ্য ব্যবহার করা প্রয়োজন। সে লক্ষে প্রাণি চিকিৎসকদের সঠিক পরামর্শ দিতে হবে। দেশের প্রাণিসম্পদ সেক্টরের উন্নয়নে সরকারী-বেসরকারী সকল পর্যায়ে ভেটেরিনারিয়ানরা তাদের স্বস্ব কর্মক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন। নিরাপদ প্রাণিজ প্রোটিন উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ এবং মাঠ পর্যায়ে খামারীদের মাঝে সেবা প্রদানের মাধ্যমে দেশের ভেটেরিনারিয়ানরা আরো অনেক দায়িত্ব পালন করতে পারেন।
বিগত ৬ সেপ্টেম্বর ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভেটেরিনারি প্র্যাকটিশনারদের নিয়ে আয়োজিত এক সায়েন্টিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চযধৎসধ ্ ঋরৎস এর জেনারেল ম্যানেজার ডা. তাপস কুমার ঘোষ এসব কথা বলেন।
সেমিনারে ডা. মোজাদদীদ আলফে সানি উপস্থিত ভেটেরিনারিয়ানদের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বর্তমান ফিল্ড প্র্যাকটিস, মানসম্মত প্রোডাক্ট প্রেসক্রিপশন ও কোম্পানির প্রোডাক্ট পরিচিতি নিয়ে আলোচনা করেন। এরপর কোম্পানির এসিসট্যান্ট সেলস ম্যনাজার ফজলুল হক কোম্পানির প্রোডাক্টের গুনগতমান, কার্যকারিতা নিয়ে কথা বলেন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর মার্কেটিং অফিসার ও ভেটেরিনারিয়ানবৃন্দ।
ঢাকায় কবসরহ Kemin Aqua Science কর্তৃক Launched এবং “Novel Aquafeed Solutions for Sustainable Aquaculture” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাছ হল প্রোটিনের অন্যতম উৎস যা বিশ্বব্যাপী খাদ্য সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে পশু প্রোটিনের...
Read more